ভূপেনের ভারতরত্ন ‘চান না’ ছেলে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৯

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ‘ভারতরত্ন’ সম্মান প্রত্যাখ্যান করতে পারে তার পরিবার। সোমবার এমনই ইঙ্গিত দেন শিল্পীর ছেলে তেজ হাজারিকা।

তেজ আমেরিকা প্রবাসী। তার বক্তব্য, ‘ভারতরত্ন এবং দীর্ঘতম রেলসেতু বানিয়ে ভারতে শান্তি ও সমৃদ্ধি আসবে না। একমাত্র কঠোর আইন এবং দূরদৃষ্টিই তা আনতে পারে।’

ভূপেন হাজারিকার ভারতরত্ন নিয়ে প্রশ্নে তেজ হাজারিকার উত্তর, ‘নাগরিকত্ব বিলের সামনে বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়েছে। নাগরিকত্ব বিল হচ্ছে, ১৯৭১ সাল বা তার আগে থেকে যারা ভারতে আছে তারা নাগরিকত্ব পাবে, যারা এর পরে থেকে আছে তারা পাবে না।

তেজের কথায়, বর্তমান পরিস্থিতিতে ‘ভারতরত্ন’ ক্ষণিকের আনন্দ ছাড়া কিছু না। তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সরকার কী পদক্ষেপ নেয় সেটা।

তার বাবার নাম ও খ্যাতিকে ব্যবহার করা হচ্ছে বলেও তেজ অভিযোগ করেন। বলেন, বাবা বেঁচে থাকলেও এই বিলের বিরোধিতা করতেন। কারণ, এই বিল বাবার ঘোষিত অবস্থানের বিরোধী। তার মতে, এমন পরিস্থিতি ‘ভারতরত্ন’ গ্রহণ মানে বাবাকে অসম্মান।

ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :