চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি ম্যানইউ-পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩০

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন পর্ব শুরু হচ্ছে আজ। মঙ্গলবার রয়েছে দুইটি ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি জায়ান্ট পিএসজি। একই সময়ে অন্য ম্যাচে স্টাডিও অলিম্পিকোতে স্বাগতিক রোমার মুখোমুখি হবে পর্তুগীজ ক্লাব পোর্তো।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা তিন তারকা নেইমার, এডিনসন কাভানি ও থমাস মিউনিয়ারকে পাচ্ছে না পিএসজি। তারা তিনজনই ইনজুরিতে ভুগছেন। তিন তারকাকে ছাড়া এই ম্যাচে শক্তির দিক থেকে বেশ পিছিয়ে থাকবে পিএসজি। এমন সময়ে দলের গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে কাইলিয়ান এমবাপ্পেকে।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। ভারপ্রাপ্ত কোচ ওলি গুনার সুলশারের অধীনে একের পর এক জয় পেয়েই চলেছে তারা। ঘরের মাঠে এই ম্যাচেও ভালো করতে আত্মবিশ্বাসী তারা।

ওলি গুনার সুলশার বলেছেন, ‘আমরা সেরাটা দিয়েই এই অবস্থানে এসেছি। আমরা আত্মবিশ্বাসী। দল হিসাবে ভালো খেলতে চাই আমরা। এটি অনেক বড় ম্যাচ। আমাদের বর্তমান যে দল তারা যেকোনো দলের বিপক্ষে জয় পাওয়ার ক্ষমতা রাখে।’

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :