বাংলাদেশ ১০, নিউজিল্যান্ড ২১

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (বুধবার)। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। নিউজিল্যান্ডের ব্পিক্ষে এখন পর্যন্ত ৩১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে, কিউইরা জিতেছে ২১টিতে।

কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে এখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৬-২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটি সিরিজেই বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল।

কিউইদের বিপক্ষে বাংলাদেশ যে দশটি ওয়ানডে ম্যাচ জিতেছে এর মধ্যে আটটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। বাকি দুইটির মধ্যে একটি অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডে। অপরটি হয় ওয়েলসে। দুই দলের মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কার্ডিফে অনুষ্ঠিত ওই ম্যাচে সাকিব-রিয়াদের সেঞ্চুরিতে বাংলাদেশ জয় পেয়েছিল। পাঠক আসুন, ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মুখোমুখি পরিসংখ্যান দেখে নিই।

ওয়ানডে ম্যাচ পরিসংখ্যান

দল

মোট ম্যাচ

জয়

পরাজয়

বাংলাদেশ

৩১

১০

২১

নিউজিল্যান্ড

৩১

২১

১০

ওয়ানডেতে সেরা পাঁচ ব্যাটসম্যান

ব্যাটসম্যান

মোট ম্যাচ

রান

সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি

টেইলর (নিউজিল্যান্ড)

২০

৭৮৬

সাকিব (বাংলাদেশ)

২১

৫৭৫

তামিম (বাংলাদেশ)

১৯

৫৩০

মুশফিকুর (বাংলাদেশ)

২২

৫১৬

মাহমুদউল্লাহ (বাংলাদেশ)

১৯

৫০১

ওয়ানডেতে সেরা পাঁচ বোলার

বোলার

মোট ম্যাচ

উইকেট

সেরা বোলিং

ইকোনোমি রেট

সাকিব (বাংলাদেশ)

২১

৩৫

৪/৩৩

৫.০৭

মিলস (নিউজিল্যান্ড)

১৭

৩৩

৪/১৪

৪.১৬

ভেট্রোরি (নিউজিল্যান্ড)

২০

৩১

৫/৭

৩.৩৬

রুবেল (বাংলাদেশ)

১২

২১

৬/২৬

৫.১৮

ওরাম (নিউজিল্যান্ড)

১২

১৯

৩/৩০

৩.৫১

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এসইউএল)