মোদির মঞ্চে নারীর কোমরে মন্ত্রীর হাত (ভিডিও)

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠান মঞ্চে নারী মন্ত্রীর কোমরে হাত দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ত্রিপুরার খাদ্য যুব ক্রীড়া বিভাগের মন্ত্রী মনোজকান্তি। সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ্যে আসার পর মনোজকান্তির পদত্যাগ দাবি করেছে ত্রিপুরার বিরোধী দলগুলো।

ত্রিপুরার বাম দলগুলো দাবি করে, মনোজকান্তি দেব নামে ওই মন্ত্রীকে বরখাস্ত করতে হবে, কারণ তিনি শনিবার মঞ্চে উপস্থিত একজন মহিলা মন্ত্রীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলেও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এনডিটিভি।

এ ঘটনায় মনোজকান্তিকে প্রশ্ন করা হলে তিনি ওই ঘটনা অস্বীকার করেছেন। এছাড়া ত্রিপুরায় ক্ষমতায় থাকা বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘এটা বামেদের তরফে অযথা চরিত্রহননের চেষ্টা।’

ত্রিপুরার বাম নেতা বিজন ধর গণমাধ্যমকে বলেন, ‘মনোজকান্তি দেবকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উপস্থিত রয়েছেন সেখানে জনসমক্ষে তিনি এমন কাজ করেন কি করে?’

বিজেপির মুখপত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ‘বাম দলগুলির আপাতত বিজেপির বিরুদ্ধে অযথা বিষয় নিয়ে ইস্যু করা ছাড়া আর কোনও কাজ নেই, তাই তারা বিজেপি মন্ত্রীদের চরিত্র হননের চেষ্টায় নেমেছেন। আমাদের ওই মহিলা মন্ত্রী কি কোনও রকম বক্তব্য রেখেছেন? এই নিয়ে কোনো অভিযোগ করেছেন? তা হলে বাম দলগুলি কেন এ বিষয়টা নিয়ে জল ঘোলা করে নোংরা রাজনীতির খেলা খেলছে?’

ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/একে