রাজশাহীতে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৬

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে প্রায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার রাতে উপজেলার জাহানাবাদ গ্রামের উজ্জল  নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

র‌্যাব জানায়, এ ঘটনায় ওই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, উজ্জলের স্ত্রী জান্নাতুন নেসা (৪০), তার মেয়ে মরিয়ম খাতুন (১৪) এবং তাদের প্রাইভেটকারের চালক আল-আমিন (২৪)। চালক আল-আমিন একই গ্রামের মানসুর রহমানের ছেলে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে  বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে উজ্জলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে বাড়িটি থেকে ২ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

হেরোইন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। হেরোইনসহ তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/ওআর