বইমেলায় সাইফ বরকতুল্লাহর নতুন গল্পগ্রন্থ তিন নম্বর লোকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১

অমর একুশে বইমেলায় (২০১৯) সাইফ বরকতুল্লাহর নতুন গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রল্পগ্রন্থটির ‘তিন নম্বর লোকাল’। বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন।

‘তিন নম্বর লোকাল’ বইটির প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। বইটিতে মোট ছয়টি গল্প রয়েছে। দাম ১৩৫ টাকা।

বইটি সম্পর্কে কথাসাহিত্যিক সাইফ বরকতুল্লাহ বলেন, ‘এটি আমার দ্বিতীয় গল্পগ্রন্থ। এই বইতে গল্পগুলো আয়তনে ছোট হলেও ভাবনায় বিস্তৃত। গল্পের চরিত্র জীবনঘনিষ্ট। সহজ-সরল ভাষার গল্প। এসব গল্পে আছে আবেগ প্রেম, ভালোবাসা, যাপিত জীবনের আখ্যান।’

“প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প থাকে। কিন্তু গল্পগুলো বলা হয় না কখনো। জীবনের এমন কিছু গল্প নিয়ে রচিত হয়েছে ‘তিন নম্বর লোকাল’ গ্রন্থটি।”

এছাড়াও তার প্রথম ও পাঠক নন্দিত গল্পগ্রন্থ ‘তেত্রিশ নম্বর জীবন’ তিউড়ি প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/ ১২ ফেব্রুয়ারি/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :