পরিবারের অমতে বিয়ে না করার শপথ

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বর্তমানে পরিবারের অমতে গিয়ে ভালোবাসার মানুষকে বিয়ে করার রীতি স্বাভাবিক ঘটনা। দিন দিন এর পরিমাণ বাড়ছে। এমন সময়ে পরিবারের অমতে ভালোবাসার মানুষকে বিয়ে করবেন না বলে শপথ নেবেন দশ  হাজার তরুণ-তরুণী। এক্ষেত্রে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে পরিবারের সম্মতি আদায় করার ঘোষণা দিবেন তারা।

১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভালোবাসা দিবসে ভারতের গুজরাটে এমন শপথ নেবে দশ হাজারের বেশি তরুণ-তরুণী।লাফটার থেরাপিস্ট কমলেশ মসালাওয়ালার সংগঠন হাস্যমেভ জয়তে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ বিষয়ে কমলেশ মসালাওয়ালা বলেন, ‘বর্তামানে অল্পবয়সী অনেক ছেলেমেয়েই প্রেমে পড়ে আগুপিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সেইসব সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী হয় না। তাই পরিবারের অমতে বিয়ে করা ঠেকাতেই এই উদ্যোগ।’

ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/একে