মিলানে একুশে উদযাপন কমিটির প্রস্তুতি সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৪

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্যভাবে পালনের লক্ষ্যে ইতালির মিলানে একুশে উদযাপন কমিটির সভা হয়েছে। উদযাপন কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে রবিবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে সভায় উপস্থিত নেতাদের মতামতের ভিত্তিতে মিলানের কায়াচ্ছতে একুশে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

একুশে উদযাপন কমিটি মিলান কনসুলেট, মিলান আওয়ামী লীগ, মিলান বিএনপিসহ সকল আঞ্চলিক সমিতি, সামাজিক সংগঠনগুলোকে ২০ ফেব্রুয়ারি একুশের প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তর্পক অর্পণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশের সাথে মিল রেখে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১২.০১ মিনিট পর্যন্ত শ্রদ্ধা জানাতে সকল প্রবাসীর জন্য উন্মুক্ত থাকবে।

সভায় উপস্থিত ছিলেন আশরাফ আলম, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির সভাপতি সেলিম হোসাইন, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলম, বাংলা প্রেসক্লাব মিলানের সভাপতি এ কে রুহুল সান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,যুগ্ম সম্পাদক ফেরদৌসি আক্তার পলি, ফেনী সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল, জাতীয়তাবাদী ফোরাম সিলেটের সভাপতি ময়েজুর রহমান, দিরাই সমাজকল্যাণ সমিতির সভাপতি নূর হোসেন জমির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুল আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, দিরাই সমিতির উপদেষ্টা রিপন চৌধুরী, মিজানুর রহমান, মিলান ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউর রহমান, কমিউনিটি নেতা মামুন আহমেদ, হুমায়ন কবির, মেজবাউল হক মুহিত, আমজাদ স্মরণ, নুরুজ্জামান পান্নু,আবু নোমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :