খালেকদাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন রফিকউল্লাহ ও মারুফুল

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৮

নেত্রকোণায় ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৯’ ঘোষণা করা হয়েছে। এবার এই পুরস্কার পাচ্ছেন- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহিত্যিক অধ্যাপক ড. রফিকউল্লাহ খান এবং কবি মারুফুল ইসলাম।

নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে পহেলা ফাল্গুনে একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দিয়ে আসছে। এ নাগাদ হুমায়ুন আহমেদ, নির্মলেন্দু গুণ, অধ্যাপক যতীন সরকারসহ ২৩ জন কবি-সাহিত্যিককে এই পুরস্কার দেয়া হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান জানান, শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় ১৩ ফেব্রুয়ারি শুরু হবে দুই দিনব্যাপী ২৩তম ‘বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান।

উৎসবে প্রথম দিন সন্ধ্যায় দেয়া হবে দুইজনকে পুরস্কার। উৎসব উপলক্ষে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, উৎসবে থাকছে বসন্ত বন্দনা, আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাঁশির সুর, তবলার লহরি, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, গল্প পাঠ, সাহিত্য আড্ডা, ১৫টি নতুন প্রকাশিত বইয়ের পাঠ উন্মোচন, আলোচনা, খালকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান, নাচ, গান, আবৃত্তি ও বাউল গান।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :