ভয়ে বিমান ছেড়ে গাড়িতে চড়লেন মাশরাফি-তামিম!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১

ছয় ঘন্টার কার জার্নি শেষে অকল্যান্ড থেকে নেপিয়ারের সিনিক হোটেলে পৌঁছলেন মাশরাফি বিন মর্তুজা আর তামিম ইকবাল। চাইলে বিমানে করে যেতে পারতেন, অনেকটা সময়ও বাঁচত। কিন্তু ভয়ে চড়েননি।

নিউজিল্যান্ডে অনেক বাতাস। বাতাস কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া বিমানে তাই ঝাঁকুনি হয়। ছোট বিমানের ঝাঁকুনি আরও বেশি। আর মাশরাফি-তামিমের যে বিমানে চড়ার কথা ছিল, সেটি আকৃতিতে ছোট। এ ভয়েই কিনা বিমান ভ্রমণ এড়িয়ে গেলেন তারা। অথচ তাদের অন্য দুই সতীর্থ রুবেল হোসেন-মোহাম্মদ সাইফউদ্দিন একই ধরণের বিমানে করে ওয়েলিংটন থেকে নেপিয়ারে পৌঁছেন।

গতকাল বিকেলে টিম হোটেলে পৌঁছানোর পর মাশরাফি-তামিমকে অভ্যর্থনা জানান মাহমুদউল্লাহ রিয়াদ। কয়েক ঘন্টা বিশ্রামের পর ঘুরতে বের হন মাশরাফির-তামিম। নেপিয়ারে সাবেক ক্রিকেটার আল শাহরিয়ার রোকনের সঙ্গে দেখা করেন তারা। বর্তমানে সেখানেই বসবাস করছেন রোকন।

এরপর শুরু হয় আড্ডা। আড্ডার এক ফাঁকে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক তামিমের কাছে ছোট বিমানের ভয়ের বিষয়ে জানতে চান। জানতে চান, দ্বিতীয় ওয়ানডের জন্য কীভাবে ওয়েলিংটন যাবেন?

তামিম জবাব দেন, ‘আমি ফ্লাইট চেঞ্জ করব না। হয় সরাসরি ফ্লাইটে যাব, না হয় রোডে।’

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :