নারীর অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১০

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই যে, প্রাথমিকভাবে আপনারা সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় আপনাদের অংশগ্রহণ ও নারীদের উন্নয়নের বিকল্প নেই। সে হিসেবে আমাদের প্রধানমন্ত্রী নারীর উন্নয়নের অগ্রযাত্রায় যেভাবে কাজ করে যাচ্ছেন, এটাই তার একটি প্রতিফলন।’

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শুরুতে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রার্থী, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ২০১৯ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। মঙ্গলবার সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয় চলে ঘন্টাব্যপী।

বাছাইয়ের আগে হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘আপনাদের (আওয়ামী লীগের প্রার্থীদের) মনোনয়ন যেহেতু প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আপনাদের মনোনয়নপত্র আমরা বাছাই করব। বড় ধরনের বা গুরুত্বপূর্ণ কোনো ফল্ট (ত্রুটি) না থাকলে রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করব, বাছাই পর্বে আপনারা যেন উত্তীর্ণ হতে পারেন।’

তিনি বলেন, ‘এবারের মনোনয়নে আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছেন। আপনাদের সেভাবে মনোনয়ন দিয়েছেন।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমি ফরিদপুরের জেলা প্রশাসক ছিলাম। রুশেমা বেগমের কথা অনেক মনে পড়ে। অত্যন্ত বয়োজ্যেষ্ঠ নেত্রী। তিনি আমাদের যথেষ্ঠ সহযোগিতা করেছিলেন তখন। আর আমার নিজ জেলা কক্সবাজারের কানিজ ফাতেমা। তার অবদানের কথা তো আওয়ামী লীগ এবং কক্সবাজারের মানুষ কখনো ভুলতে পারবেন না।’

সংরক্ষিত নারী আসনে কানিজ ফাতেমা কক্সবাজার ও রুশেমা বেগম ফরিদপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। সংবিধান অনুসারে ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যের বিধান রয়েছে। সেই হিসাবে আমরা তফসিল ঘোষণা করেছি।’

এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংরক্ষিত নারী আসনে যেসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, তার সবগুলোই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি ছাড়া সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সাংসদদের জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী শনিবার ১৬ ফেব্রুয়ারি। একক প্রার্থী থাকায় তাদের ওইদিনই বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত ঘোষণা করা হবে। সংরক্ষিত নারী আসনে ভোট ৪ মার্চ থাকলেও আসন সংখ্যার সমান প্রার্থী হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হবে না।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :