চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ১৮ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ৮১৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সালাউদ্দিন জানান, সোমবার রাত পৌনে একটার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তেলকুপি সীমান্তের মেইন পিলার ১৭৮/৪ এস হতে ৫শ’ গজ ভেতরে ৭৬ বিঘা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে গাড়িটির ভেতরে থাকা চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে চোরাকারবারিরা প্রাইভেটকারটিতে আগুন লাগিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি প্রাইভেটকার থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :