বোয়ালমারীতে জঙ্গি ও মাদকবিরোধী মতবিনিময় সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০

ফরিদপুরের বোয়ালমারীতে জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা হয়েছে। থানা চত্বরে মঙ্গলবার এ সভা হয়।

সভায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

পুলিশ সুপার বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আমিনুল হক বাপ্পি, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :