বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না গাপটিল

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যান মোটেও ভালো নয়। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- কোনো ফরম্যাটেই জয় নেই টাইগারদের। এরপরও মাশরাফি-তামিমদের এবার হালকাভাবে নিচ্ছেন না কিউই ওপেনার মার্টিন গাপটিল।

আগামীকাল সকাল ৭টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। এই ম্যাচে চোটের কারণে সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। সাকিব ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন। ওই ম্যাচের উদাহরণ টেনে গাপটিল বলেছেন, ‘সিরিজটা কঠিন হতে যাচ্ছে। কারণ, বাংলাদেশ একটি মানসম্পন্ন দল। দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তারা সেটি দেখিয়েছে আমাদের।’

চ্যাম্পিয়ন্স ট্রফির মহাকাব্যিক জয়ের পর এই প্রথম নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে কিউইদের মাটিতে সিরিজ খেলেছিলেন মাশরাফিরা। সেবার তিনটি ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।  

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/ এবিএ)