না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী গোলরক্ষক গর্ডন ব্যাংকস ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার ব্যাংকসের প্রয়াণের খবর নিশ্চিত করেছে তার পরিবার।

ফিফার ছয়বারের বর্ষসেরা গোলরক্ষক ব্যাংকস ১৯৬৬ সালে ইংল্যান্ডকে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। তবে ১৯৭০ সালের আসরে ব্রাজিলের বিপক্ষে কিংবদন্তি পেলের একটি নিশ্চিত গোল ঠেকিয়ে নিজেকে আলাদাভাবে চেনান ব্যাংকস।

ইংল্যান্ডের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছিলেন ব্যাংকস।১৯৭৩ সালে ফুটবল থেকে অবসর নেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষক।

ব্যাংকসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে। বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তার সাবেক সতীর্থ স্যার ববি চার্লটন বলেছেন, ‘কোনো সন্দেহ ছাড়াই সে ইংল্যান্ডের অন্যতম সেরা গোলরক্ষক। তাকে সতীর্থ বলতে গর্ব হত আমার। আমার কাছে আজও অবিশ্বাস্য লাগে, কিভাবে সে পেলের হেডটি ঠেকিয়ে দিয়েছিল।’

ব্যাংকসকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের চার সদস্য চলে গেলেন পরপারে। এর আগে ববি মুর, রে উইলসন আর অ্যালান বল পরলোকগমন করেন।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :