প্রতিপক্ষকে বেনফিকার ১০ গোল!

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাড়ার ফুটবলে নয়, ঘটনাটি ঘটেছে পর্তুগালের প্রিমেইরা লিগাতে! গত রবিবার সি.ডি ন্যাসিওনালকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে দুবারের ইউরোপসেরা ক্লাব বেনফিকা।

১৯৬৫ সালের পর প্রিমেরা লিগায় এটি কোনো দলের সবচেয়ে বড় জয়। শেষবারও রেকর্ডটি গড়েছিল বেনফিকা। ১৯৬৪-৬৫ মৌসুমের শেষদিনে সেজালকে ১১-৩ গোলে হারিয়েছিল তারা।

ঘরের মাঠে প্রথমার্ধে তিনবার ন্যাসিওনালের জালে বল পাঠায় বেনফিকা। কেউ তখনও জানত না দ্বিতীয়ার্ধে কী ঘটতে যাচ্ছে! এই অর্ধে অতিথিদের আরও ৭টি গোল উপহার দেয় দলটি। তবে ১০ গোল হলেও হ্যাটট্রিক পায়নি কেউ। ‍দুটি করে গোল করেছেন সেফেরোভিচ আর অলিভেইরা।

বড় জয়েও অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব বেনফিকাকে। তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে পোর্তো।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এবিএ)