পোস্তগোলা ব্রিজে দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
পোস্তগোলা ব্রিজ (ফাইল ছবি)

রাজধানীর পোস্তগোলা ব্রিজে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই দুর্ঘটনায় নিহত তিনজনই অটোরিকশার যাত্রী। নিহতরা হলেন বাচ্চু মিয়া, তার ছেলে জোবায়েদ এবং সৈয়দ আহমেদ।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঢাকা টাইমসকে বলেন, সন্ধ্যা ছয়টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে সালসাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বাচ্চু মিয়ার ভাই লিটন মিয়া বলেন, ছেলে জোবায়েদকে ডাক্তার দেখাতে কেরানীগঞ্জের ইকুরিয়া থেকে পোস্তগোলার একটি হাসপাতালে যাচ্ছিলেন তার ভাই।

নিহত জোবায়েদ একটি মাংসের দোকানের কর্মচারী। তাদের বাসা কেরানীগঞ্জের ইকুরিয়া মুসলিম নগরে। সৈয়দ আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি মেকানিক্যালের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডায়।

এদিকে, একই দিন খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদুর রাজ্জাক নামের এক বৃদ্ধ নিহত হন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এএ/জেবি)