টেকনাফে পাঁচ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের টেকনাফের লেদায় পাঁচ হাজার ইয়াবাসহ মোহাম্মদ জোবায়ের নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে হ্নীলার দক্ষিণ লেদা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গত বছরের আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয় আটক জোবায়ের।

টেকনাফ র‌্যাব-৭, ক্যাম্প (১) ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব জানান, দুপুরে হ্নীলা ইউয়িনের দক্ষিণ লেদায় ইয়াবার একটি চালান বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদে র‌্যাব র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়।  এসময় পালানোর চেষ্টাকালে ওই রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার পলিথিন ব্যাগ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ট্যাবলেটগুলোর দাম ৩৫ লাখ টাকা।

তিনি আরও জানান, এছাড়া একই দিন উখিয়ার একটি বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার মিয়ানমারের নিষিদ্ধ সিগারেটসহ খোরশেদ আলমকে আটক করে। তার বাড়ি উখিয়ার শিলের ছড়া এলাকায়। এ ঘটনায় উখিয়া-টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)