বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে তদন্ত কমিটি

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে এক শিশুসহ চার গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হন আরো ১৫ জন। সংঘর্ষের এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ওই কমিটি গঠন করে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার হরিপুর উপজেলার বেতনা বিওপির সদস্যরা বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামের মাহবুব আলমের বাড়িতে যান এবং তার বাড়িতে কেনা ও পালিত চারটি গরুকে ভারতীয় গরু দাবি করে তা আটক করে বিওপিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী লাঠিসোটা নিয়ে বিজিবিকে ঘেরাও করে এবং পিকআপ থেকে গরু নামিয়ে নেয়। এ সময় বিজিবি সদস্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পথচারী সাদেকুল ইসলাম এবং নবাব আলী নামে দুজন ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে নেয়ার পথে জয়নুল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জয়গুন মারা যান।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, নিহতদের লাশ সৎকারে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)