উইন্ডিজকে ২৩২ রানে হারাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১০

টানা দুই ম্যাচ জেতায় আগেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে সিরিজ। সেন্ট লুসিয়া টেস্টটি তাই ওয়েস্ট ইন্ডিজের কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তবে ধবলধোলাইল এড়াতে এ ম্যাচে জিততেই হত ইংল্যান্ডকে। দাপুটে জয়ই পেল জো রুটের দল। ক্যারিবীয়দের ২৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ২৭৭ রান। জবাবে ১৫৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে জো রুট (১২২), জো ডেনলি (৬৯) আর বাটলারের (৫৬) কল্যাণে ৫ উইকেটে ৩৬১ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। তাতে ৪৮৪ রানের লিড পায় সফরকারী দল।

৪৮৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে মঙ্গলবার চতুর্থ দিনে ২৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৭৬ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এতদূর যেতে পেরেছে কেবল রস্টন চেজের কল্যাণে। পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া চেজ অপরাজিত ছিলেন ১০২ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে পেসার আলজারি জোসেফের ব্যাট থেকে।

ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ডানহাতি পেসার জেমস অ্যান্ডারসন আর অফস্পিনিং অলরাউন্ডার মঈন আলী। বেন স্টোকস শিকার করেন ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেটে নেয়ায় ম্যাচসেরা হন মার্ক উড। সিরিজসেরা কেমার রোচ। তিন ম্যাচে ১৮ উইকেটে নিয়েছেন এই ডানহাতি পেসার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৭৭ ও ৩৬১/৫ ডিক্লে. (রুট ১২২, স্টোকস ৬৯, বাটলার ৫৬, স্টোকস ৪৮*; গ্যাব্রিয়েল ২/৯৫) ওয়েস্ট ইন্ডিজ: ১৫৪ ও ২৫২ (চেজ ১০২*, জোসেফ ৩৪, রোচ ২৯, ডওরিচ ১৯, হেটমায়ার ১৯, হোপ ১৪; অ্যান্ডারসন ৩/২৭, মঈন ৩/৯৯, স্টোকস ২/৩০, উড ১/৫২) ফল: ইংল্যান্ড ২৩২ রানে জয়ী। ম্যাচসেরা: মার্ক উড (ইংল্যান্ড) সিরিজ: ২-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ সিরিজসেরা: কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ)।

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :