এবার দিল্লিতে ধর্নায় মমতা

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সম্প্রতি পুলিশের পাশে দাঁড়িয়ে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার ‘গণতন্ত্র বাঁচাও’ নামে সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়ে দিল্লিতে ধর্নায় বসছেন তিনি। বুধবার দিল্লির এই ধর্না থেকেই বিরোধীদলীয় জোটের পরবর্তী কার্যক্রম ঠিক হবে।

মোদি সরকারকে হটাতে বিরোধীদলগুলোর জোটের নেতৃত্ব দিচ্ছেন মমতা। দিল্লিতে তার এই ধর্নায় যোগ দেবেনে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দলের নেতারা। ভোটের আগে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতেই ধর্নায় বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

কলকাতার ধর্না থেকে সংবিধান রক্ষায় দিল্লিতে ধর্নার ডাক দিয়েছিলেন মমতা। এটি ঘিরে বিরোধী রাজনীতি পোক্ত হতে পারে বলে মনে করছেন ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

শুরু থেকেই ক্ষমতাসীন মোদির বিজেপির বিরুদ্ধে সমালোচনা করে আসছেন মমতা। বিজেপির শাসনামলে গণতন্ত্র ধ্বংস হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। মোদী সরকার সিবিআইকে দিয়ে সংবিধান ধ্বংস করছে বলেও অভিযোগ করেন মমতা৷

একদিকে মোদী সরকার বিরোধী আন্দোলনকে তীব্র করা, অন্যদিকে সেই আন্দোলনে বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলিকে সামিল করার মিশনে নেমেছেন মমতা৷

রাজনৈতিক বিশেষেজ্ঞদের মতে, নিজের রাজ্যে কেন্দ্র বিরোধী আন্দোলন করে মানুষের কাছে বিচার চাইছেন তিনি৷ অন্যদিকে সেই আন্দোলনকে রাজ্যের সীমানা ছাড়িয়ে পৌঁছে দিচ্ছেন রাজধানীর বুকে৷ তাতে সামিল করছেন অন্যদের৷ ফলে জোট যে পোক্ত এবং দেশ শাসনে প্রস্তুত তা প্রমাণ করেছেন তৃণমূল প্রধান। এছাড়া বিরোধী জোটের নিয়ন্ত্রণ যে তার হাতেও রয়েছে সেই বার্তাও দিতে চাইছেন সবাইকে৷

ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/একে