নাইজেরিয়ায় প্রেসিডেন্টের জনসভায় পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির এক নির্বাচনী সভায় পদদলিত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পোর্ট হারকোর্টের আদোকিয়ে আমিয়েসিমাকা স্টেডিয়ামে মঙ্গলবার এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও আল জাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার পরে ওই নির্বাচনী জনসভায় ভাষণ দেন বুহারি। তার ভাষণ শেষ হওয়ার পরই স্টেডিয়ামের একটি গেটে হুড়োহুড়িকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। বুহারি সভাস্থল ত্যাগ করার সময় তাকে অনেকে অনুসরণ করার উদ্দেশ্যে একসঙ্গে স্টেডিয়াম থেকে বের হতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বুহারির দপ্তর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অল প্রোগ্রেসিভস কংগ্রেস (এপিসি) পার্টির বেশ কয়েকজন সদস্য পদদলিত হয়ে শোচনীয়ভাবে মৃত্যুবরণ করেছে বলে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

আগামী শনিবার নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে লড়ছেন বুহারি। সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকরকে বুহারির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :