শতরানের জুটি ভাঙলেন মিরাজ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্যে দারুণ শুরু করেন কিউই দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলস। দুজন মিলে গড়ে তুলেন ১০৩ রানের জুটি। ভয়ংকর হয়ে উঠা শতরানের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৩তম ওভারের তিন নম্বর বলে নিকোলসকে ফিরিয়ে দেন তিনি। যাওয়ার আগে ৫০ বলে পাঁচ বাউন্ডারিতে ৫৩ রান করেন নিকোলস।

এই প্রতিবেদন লেখার সময় ২৬ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে  ১২৬ রান। ৬৩ রানে ব্যাট করছেন মার্টিন গাপটিল। তার সঙ্গে ৮ রানে অপরাজিত কেন উইলিয়ামসন।

এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের দায়িত্বশীল ইনিংসে ভর করে কিউইদের সামনে ২৩৩ রানের লক্ষ্য দাঁড় করালো সফরকারীরা। চরম ব্যাটিং ব্যর্থতার দিনে স্রোতের বিপরীতে ব্যাটিং করে তৃতীয় ওয়ানডে হাফ-সেঞ্চুরি তুলে নেন মিথুন। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইংনিস খেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ বলে ৪১ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩০ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে।

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/ এইচএ)