ঢাকা-কিশোরগঞ্জ ট্রেন চলাচল শুরু

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-কিশোরগঞ্জ রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। কটিয়াদির মানিকখালি স্টেশন এলাকায় আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বুধবার সকাল ৬.৫০টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ইঞ্জিন মেরামতের পর দুপুর ১২টায় ট্রেন চলাচল শুরু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছে মেরাতম কাজ শুরু করে। পরে ইঞ্জিন ঠিক হলে দুপুর ১২টায় ওই রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।

ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/এমআর