রম্যগ্রন্থ তেল ও আঁতেল-এর মোড়ক উন্মোচন

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

ঢাকাটাইমস ডেস্ক

কবিতা ক্যাফেতে কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ^াসের রম্যগ্রন্থ তেল ও আঁতেল- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংবাদ উপস্থাপক ফারজানা করিম, বহ্নি শিখা, নাহিদা আশারাফী ও ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি জান্নাতুল বাকের নন্দন।

মূর্ধণ্য প্রকাশনার স্বত্বাধিকারী সঞ্জয় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায়। শুরুতেই লেখক তার বই সম্পর্কে নাতিদীর্ঘ বক্তব্য দেন। রম্য কী এবং কেন, এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রমাপদ রায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছে তার ঋণ স্বীকার করে নেন।

ফারজানা করিম বক্তব্যের এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি চমৎকার কবিতা আবৃত্তি করে শোনান। নিমিষে রম্যরচনার সেই চটুল পরিবেশ এক গম্ভীর আবহে পরিণত হয়।

অন্যান্য অতিথিবৃন্দ লেখকের রম্যরচনার ভূয়সী প্রশংসা করে বইটির বহুল পাঠকপ্রিয়তা কামনা করেন। চিনচিনে রমণীরা, নারীকুল রিরহে ব্যাকুল, স্ত্রী যখন ইস্ত্রি তার পাঠকপ্রিয় রম্যরচনা।