বেনাপোলে রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিবেদক, ঢাকাটাটাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩২ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৬
ফাইল ছবি

বিএসএফের হাতে বাংলাদেশি ট্রাক শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরণের পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা।

এতে শতশত বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকায়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বেনাপোল-ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আ. রহমান কালু জানান, বেশ কিছুদিন ধরে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশি ট্রাক শ্রমিকদের ওপর নিযাতন করে আসছে বিএসএফ সদস্যরা।

বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করার পর তাদের আর বাইরে বের হতে দেয়া হয় না।

এতে প্রায়শই চালকদের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। চালকরা প্রতিবাদ করলে তাদরকে নির্যাতন করা হয় শারীরিকভাবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান জানান, বিএসএফের হাতে বাংলাদেশি ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রযেছে। তবে দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য সচল রয়েছে।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :