রোমে অর্থমন্ত্রী কামালকে উষ্ণ অভ্যর্থনা

ইউরোপ ব্যুরো
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৭

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর ৪২তম গর্ভনিং কাউন্সিলে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী মোস্তফা কামাল। এসময় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিওনার্দো দা ভিঞ্চিতে অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ইতালি আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইতালির ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে মন্ত্রী অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসদুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ খান, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, আবু তাহের,

আলমগীর হোসেন অপু, এবং ইতালিস্থ কুমিল্লা প্রবাসী দ্বীন মোহাম্মদ কুমিল্লার লালমাই উপজেলার মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, মিজানুর রহমান, জালাল মজুমদার, মিজান শাহ, লিটন হক সহ আওয়ামী যুবলীগ, ইতালি মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ইতালি শাখা, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

জানা গেছে, আজ বুধবার ইতালি আওয়ামী লীগের আয়োজনে সন্ধ্যায় পিয়াচ্ছা ভিত্তোরিওতে এক গণসংবর্ধনা ও আগামী ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি ৪২তম গর্ভনিং কাউন্সিলের গ্রামীণ উদ্ভাবন এবং উদ্যোক্তা বিষয়ক বিষয়টির উপর ইফাদে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রী মোস্তফা কামালের যোগ দেয়ার কথা রয়েছে।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :