পাঞ্জাবের চাইনা গ্রামের পার্সেল গেল চীনে

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল।’ সুকুমার রায়ের ‘হ-য-ব-র-ল’ কে মনে করিয়েই এবার ‘ছিল পাঞ্জাব, হয়ে গেল চীন’।

ভাবছেন আবোল তাবোল বকছি। তা কিন্তু মোটেই নয়। ভারতের পাঞ্জাবের চাইনা গ্রামের বদলে পার্সেল পৌঁছে গেল সোজা চীন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পাঞ্জাবের ফরিদকোট জেলার চাইনা গ্রাম। এখানে বসবাসকারী মাকে পার্সেল করে একটি ব্লাড প্রেসার মাপার যন্ত্র পাঠাতে চেয়েছিলেন বলবিন্দর কাউর। কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও না পৌঁছানোয় ইন্টারনেটে পার্সেলের নম্বর দিয়ে ট্র্যাক করে তিনি দেখেন যে পোস্ট অফিস থেকে সেটিকে চীনে পাঠানো হয়েছে।

ইংরেজিতে চাইনা গ্রামের বানান লেখা হয় Chaina। চোখের ভুলে সেটাই হয়ে গেছে China। ফল যা হওয়ার তাই! অবশেষে সেন্ট্রাল পোস্ট অফিসে অভিযোগ জানিয়ে নিজের পার্সেল ফেরত পেয়েছেন তিনি। এতে তাদের কোনও ভুল নেই বলে জানিয়েছে ডাক বিভাগ। তবে দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাঁচ হাজার রুপি জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসআই)