কিশোরগঞ্জে ভগ্নিপতি হত্যায় ফাঁসি ১, যাবজ্জীবন দুই ভাইয়ের

কিশোরগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩

কিশোরগঞ্জে ভগ্নিপতি আখতারুজ্জামান হত্যা মামলায় তিন ভাইয়ের একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে প্রত্যেকের।

আজ বুধবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা দেন।

আসামি মোয়াজ্জেম হোসেন মজুক ফাঁসি এবং মোবারক ও আরমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

২০১২ সারের ২৭ সেপ্টেম্বর আক্তারুজ্জামান তার স্ত্রী রোকসানা আক্তার হেপীকে আনতে শ্বশুরবাড়ি পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দী যান। সেখানে কথা-কাটাকাটির জের ধরে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই রুহুল আমিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিলে বিচারের জন্য উপরোক্ত আদালতে পাঠানো হয়। বিচার চলাকালীন আসামি আজিজুল ইসলাম মারা যান। অপর তিন আসামি ঘটনার পর থেকে পলাতক।

সাক্ষ্য ও জেরা শেষে আদালত মোয়াজ্জেম হোসেন মজুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং মোবারক ও আরমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. হুমায়ুন এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এ বি এম লুৎফর রাশিদ রানা।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :