অসামাজিক কাজের দায়ে ২৯ তরুণ-তরুণীর দণ্ড

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর শহরের দুইটি আবাসিক হোটেল থেকে ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯ তরুণ-তরুণীকে দণ্ডবিধির ২৯৪ এর ‘ক’ ধারা অনুসারে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্য দুইজন স্কুলছাত্রীর বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের সেফহোমে পাঠানো হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রংধনু আবাসিক হোটেল ও হোটেল গুলশান প্যালেসে এ অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম পারভেজ মল্লিক জানান, শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। বসবাস উপযোগী সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :