‘মাদুরোর বিরুদ্ধে লড়াইয়ে শিগগির জয়ী হব’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

আশার আলো, নাকি কেবলই যুক্তরাষ্ট্রের হাতের পুতুল? হুয়ান গুয়াইদো আসলে কি? ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার স্বঘোষিত এই নেতার দাবি, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়াইয়ে শিগগিরই তিনি জয়ী হবেন৷

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট গুয়াইদো জানিয়েছেন, তিনি দখলদারিত্বের অবসান, মধ্যবর্তী সরকার গঠন এবং সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন অনুষ্ঠান করতে চান৷

গুয়াইদো বলেন, এই প্রক্রিয়া ত্বরান্বিত করাই তার লক্ষ্য৷ ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দেখতে পান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে কে কে প্রেসিডেন্ট পদে লড়াই করেন সেটা দেখা যাবে।’

নিরপেক্ষ নির্বাচন অবশ্য আপাতদৃষ্টিতে বেশ দূরের বিষয়ই মনে হচ্ছে৷ ৩৫ বছরের গুয়াইদো এবং নিকোলাস মাদুরোর মধ্যে চলা ক্ষমতার লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷

অনেকেই আশংকা করছেন, বিরোধীদের এখনকার চাঙা ভাব বেশিদিন থাকবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও একসময় ভেনেজুয়েলার পরিস্থিতির কোনো উন্নতি না দেখে অপেক্ষাকৃত অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত হয়ে পড়বে৷ গুয়াইদো অবশ্য লড়াইয়ে তার জয়ের ব্যাপারে বেশ আশাবাদী৷

তিনি বলছেন, ‘নিকোলাস মাদুরোর সময় শেষ হয়ে আসছে৷ এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই, কোনো পরিকল্পনা নেই, জনগণের সমর্থনও নেই৷ এই আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে এবং অবশ্যম্ভাবী এই ভবিষ্যৎ থেকে আমরা পিছু হটব না।’

অবরোধ সত্ত্বেও আসছে সহায়তা

মাদুরো সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিলেও কিছু খাদ্য সহায়তা এসে পৌঁছেছে ভেনেজুয়েলায়৷ কোন পথে কীভাবে এসব ত্রাণ আসছে, তা জানাননি গুয়াইদো৷ তবে তিনি বলেন, ‘সাহায্য পৌঁছে দিয়ে কিছু মানুষের জীবন রক্ষা করতে পেরেছি আমরা৷ অপুষ্টিতে ভোগা গর্ভবতী মায়েদের সাড়ে চার হাজার ফুড সাপ্লিমেন্ট ও কিছু ওষুধ দিয়েছি।’

মাদুরো এসব সহায়তাকে ‘রাজনৈতিক নাটক' এবং মার্কিন আক্রমণের ক্ষেত্র প্রস্তুত করার কর্মকাণ্ড বলে অভিহিত করলেও গুয়াইদো বলছেন, অবরোধের মধ্যেও ত্রাণ পৌঁছে দেয়া মাদুরোর বিরুদ্ধে ‘ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ' বিজয়৷

রাজধানী কারাকাসে এক সভায় গুয়াইদো ঘোষণা দেন, ২৩ ফেব্রুয়ারি বড় আকেরের ত্রাণ এসে পৌঁছাবে৷ জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ত্রাণ পৌঁছানের বিষয়টি নিশ্চিত, কারণ ততোদিনে দখলদারের (মাদুরো) সামনে ভেনেজুয়েলা ছেড়ে পালানো ছাড়া উপায় থাকবে না।’

তিনি বলেন, ‘ত্রাণ না পৌঁছালে অন্তত তিন লাখ ভেনেজুয়েলান মারা যাবে৷ ২০ লাখ মানুষ এখন স্বাস্থ্যঝুঁকিতে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ভেনেজুয়েলার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে৷ তিন সপ্তাহ আগে তিনি ‘শান্তিপূর্ণ' ক্ষমতা হস্তান্তর না হলে মাদুরোকে ‘পরিণাম' ভোগ করতে হবে বলে হুমকি দেন৷ মার্কিন সরকার সব ধরনের বিকল্পই চ্ন্তা করছে বলেও জানান ট্রাম্প৷

লাতিন আমেরিকার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নাক গলানোর ইতিহাস দীর্ঘদিনের৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা কোনো ভালো ফল বয়ে আনেনি৷

এদিকে মাদুরো আবার অভিযোগ করেছেন, গুয়াইদো ভেনেজুয়েলায় একটি ‘পুতুল সরকার' প্রতিষ্ঠার চেষ্টা করছেন৷

এর জবাবে গুয়াইদো বলেন, ‘মাদুরোর কাছে বলার মতো খুব বেশি যুক্তি নেই৷ আমি স্পষ্ট করে বলে দিয়েছি, সার্বভৌমত্বের ব্যাপারে নিজের সব সিদ্ধান্ত নিজেই নেবে ভেনেজুয়েলা৷ দখলদারিত্বের অবসানে করণীয়ও ঠিক করবে দেশের জনগণ৷

সেনাবাহিনীকে বার্তা

গুয়াইদে বলছেন, এখনও তার আশা, বিদেশি সহায়তা ছাড়াই ক্ষমতার পালাবদল ঘটবে৷ এবং এ জন্য দেশের সেনাবাহিনীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি৷ গুয়াইদোর দাবি, ‘সৈনিকদের ৮০-৯০ শতাংশও সংখ্যাগরিষ্ঠ জনগণের সঙ্গে একমত।’ সৈনিকরাও ‘পর্যাপ্ত বেতন পায় না, তাদের পরিবারও দেশ ছেড়ে চলে যেতে চায়' বলে মন্তব্য গুয়াইদোর৷

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :