জাবিতে ছাত্রলীগের সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫

জাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৪ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টরসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটছে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল ও সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, রাজীব আহমেদ রাসেল তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় আবু সুফিয়ান চঞ্চল নেতাকর্মীদের নিয়ে রাসেলকে মারধর করেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে রাজীবের অনুসারীরা হল থেকে অস্ত্রশস্ত্র নিয়ে শহীদ সালাম বরকত হলে হামলা চালাতে যান। এসময় হলের সামনে থাকা চঞ্চলের নেতাকর্মীরা ধাওয়া দিলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসে। এসময় ইটের একটি ঢিল প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানের শরীরে এসে লাগে। পরে তাকেসহ আরও চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গেই আমরা কথা বলেছি।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :