আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র হচ্ছে মুজিবনগর

মেহেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

স্বাধীনতার শপথভূমি ঐতিহাসিক মুজিবনগরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মন্ত্রী।

বুধবার মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আরিফ উর রহমান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী সাহাদত হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর কমপ্লেক্স এলাকায় উন্নয়ন পরিকল্পনা করার লক্ষ্যে পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এসময় মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ‘বিদেশি পর্যটকরা এসে যাতে মুজিবনগর আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে সে লক্ষ্যে সবধরনের অবকাঠামো নির্মাণ করা হবে।’

বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্থান মুজিবনগর গৌরবের জায়গা উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি। প্রথম সরকার এখানে গঠিত হওয়ার সেই আদলেই মুজিবনগরকে সাজানো হবে। এখানে কেউ ঘুরে গেলে যাতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নিতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সরকার। মুজিবনগর দেখেই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস দেখতে পারবে, শিখতে পারবে।

পরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পর্যটন মোটেল মিলনায়তনে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের স্থাপত্য নকশা অনুমোদনসংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :