উপজেলা নির্বাচনে অংশ নেবে না জামায়াত

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

মার্চে হতে যাওয়া উপজেলা নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীও। কেবল এই নির্বাচন নয়, বর্তমান সরকারের অধীনে আর কোন নির্র্বাচনেই আসবে না তারা। ‘সুষ্ঠু’ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আগামী ১০ মার্চ হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। এরপর আরো চারটি পর্বে হবে ভোট। তবে বিএনপির এই নির্বাচনে কোনো আগ্রহ নেই। স্থানীয় পর্যায়ে দলটির কিছু নেতা ভোটে অংশ নিলেও কেন্দ্রীয়ভাবে দলটি জানিয়ে দিয়েছে ভোট বর্জনের সিদ্ধান্ত। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনেই আসবে না তার্

াএই অবস্থায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান সরকারের অধিনে গত ১০ বছরে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তাই এ সরকারের অধীনে কোন নির্বাচনেই জামায়াত অংশগ্রহণ করবে না।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দীর্ঘদিন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে দাবি জানিয়ে আসছি তা আবারও সঠিক প্রমাণিত হয়েছে।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/আরকে