র‌্যাবের হাতে ধরা নকল পুলিশ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গায়ে ঢাকা মহানগর পুলিশের হাফহাতা শার্ট। শার্টে লাগানো পুলিশের মনোগ্রাম। কাঁধে এএসআই র‌্যাংক। পরনে নেভি ব্লু প্যান্ট। হাতে ওয়াকিটকি সেট। তবে আসলে তিনি পুলিশ নন। পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে মানুষের টাকা পয়সা হাদিয়ে নেন।

বেশ কিছুকাল প্রতারণা করে ধরা পড়েছেন তিনি। র‌্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। নাম কায়েস আহমেদ রাব্বী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গলি বাইতুল আমান জামে মসজিদ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ কায়েস আহমেদ রাব্বীকে গ্রেপ্তার করা হয়। এসময় সে পুলিশের পোশাক পরিহিত ছিল। তার কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাব্বী দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় স্থানীয়দের সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করত। বিভিন্ন সময় মানুষকে হয়রানি করত। অসৎ উপায়ে মোটা অঙ্কের উপার্জন করতেই তিনি এই পেশায় এসেছে।

রাব্বীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসএস/ডব্লিউবি