পান্ডার খাঁচায় ৮ বছরের শিশু (ভিডিও)

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পান্ডার খাঁচায় পড়ে যায় ৮ বছর বয়সী একটি মেয়ে। প্রায় ১০ ফুটের পাঁচিল। সামনে দাঁড়িয়ে দুই পান্ডা। কান্না ছাড়া প্রাণ বাঁচানোর কোনও পথ নেই ছোট্ট ওই মেয়ের।

একটা লম্বা লাঠি ঝুলিয়ে মেয়েটিকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চিড়িয়াখানার নিরাপত্তারক্ষী। বাইরে কান্নায় ভেঙে পড়েছেন মেয়েটির মা-বাবা। এই বুঝি মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল এমন উৎকণ্ঠায় মুহূর্ত গুণছেন অন্যন্য পর্যটকরাও। এরই মধ্যে তৃতীয় একটি পাণ্ডার প্রবেশ। শঙ্কার পারদ চড়তে থাকে। হাড়হিম করা এমনই একটি ঘটনার সাক্ষী রইল চীনের সিনচুয়া প্রদেশের একটি চিড়িয়াখানায়।

অবশেষে ঘটনার পরিণতি কী হল, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আপনার।

ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষীর নিরলস পরিশ্রমে অক্ষত অবস্থায় পান্ডাদের হাত থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে। সন্তানকে কাছে পেয়ে হাঁফ ছেড়ে বাঁচেন মেয়েটির মা-বাবা। সাধারণত, পান্ডা শান্ত স্বভাবের হলেও পর্যটকদের চিৎকারে বড়সড় অঘটনও হতে পারত বলে আশঙ্কা ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষের। 

সূত্র: জি নিউজ

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসআই)