ফেনীতে বাস চাপায় মুক্তিযোদ্ধাসহ তিনজন নিহত

ফেনী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় বাস চাপায় হিউম্যান হলারের দাদা-নাতনীসহ তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা। এ ঘটনায় আরও অন্তত আট জন আহত হয়েছেন।

বুধবার বিকালে ফেনীর লেমুয়া ব্রিজ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফেনী শহর থেকে একটি হিউম্যান হলার লেমুয়া বাজারের দিকে যাচ্ছিল। লেমুয়া ব্রিজ এলাকায় পৌঁছার পর চট্টগ্রামগামী একটি বাস ওই বাহনে পেছন থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যান হলার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া গ্রামের বাসিন্দা আবদুস সোবহান ও তার নাতনি পাঁচ মাস বছর বয়সী সাইকা ও রাহেনা আক্তার। এদের মধ্যে আবদুস সোবহান ছিলেন মুক্তিযোদ্ধা।

ফেনী আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবু তাহের জানান, অবস্থা গুরুতর হওয়ায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিবেদক/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :