ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই ইরানি কোম্পানি ও দেশটির নয় নাগরিকের বিরুদ্ধে বুধবার এই নিষেধাজ্ঞারোপ করা হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয় এর আগেও আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক থাকাসহ বেশ কয়েকটি অভিযোগে ইরানের বহু নাগরিক ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি মার্কিন উপ অর্থমন্ত্রী সিগাল ম্যান্ডেলকার আইআরজিসি’র বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে আরও খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে। দুই দেশ একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব বজায় রেখেছে। এছাড়া ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়ার লক্ষ্যে নিষেধাজ্ঞাসহ মিত্র রাষ্ট্রগুলোকে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে রীতিমত হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে শুরু থেকেই এসব নিষেধাজ্ঞার অবজ্ঞা করে আসছে ইরান। এছাড়া নিষেধাজ্ঞায় তাদের স্থায়ী কোনো ক্ষতি হবে না বলেও জানিয়েছে ইরান।

ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/একে