ভালোবাসা দিবসেই মধুবালার জন্ম

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৪

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসার বিশেষ এই দিনেই ‘বিউটি উইথ ট্র্যাজেডি’ খ্যাত বলিউড অভিনেত্রী মধুবালার জন্ম হয়েছিল। আজ ৮৬ বছরে পা দিলেন তিনি।

কালজয়ী এই নায়িকা তার সৌন্দর্যের চর্চা শুধু বলিউডে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তবে মধুবালা ভালোবাসতেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই! এই ভুবন ভোলানো সুন্দরীকে তার জন্মদিনে ডুডুলে শ্রদ্ধা জানাল গুগুল।

১৯৩৩ সাল আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সিনেপ্রেমীদের হার্টথ্রব নায়িকা মধুবালা। ১৯৪২ সালে ‘বসন্ত’ ছবির মধ্য দিয়ে মাত্র ৯ বছর বয়সে তার অভিষেক হয় চলচ্চিত্রে।

মধুবালার আসল নাম মুমতাজ জেহান বেগম দেহালভি। তবে তাকে সবাই চেনে মধুবালা নামে। ১৯৪৭ সালে মাত্র ১৪ বছর বয়সে রাজ কাপুরের সঙ্গে ‘নীল কমল’ ছবিতে অভিনয় করেন তিনি। ২২ বছর বয়সে ‘মহল’, ‘দুলারি’, ‘বেকসুর’, ‘তারানা অমর’-এর মতো ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন।

মধুবালা খ্যাতি চূড়ান্ত শীর্ষে পৌছে যান ‘মুঘল এ আজম’ সিনেমার জন্য। এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন নায়িকা।

ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এএইচ