চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমার রেকর্ড

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৯

ক্রীড়া ডেস্ক

গুরুত্বপূর্ণ সময়ে গোল করে রিয়ালকে রক্ষা করলেন করিম বেনজেমা। সেই গোলের সঙ্গেই চ্যাম্পিয়নস লিগের রেকর্ড বুকে নিজের নাম লেখালেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

গতকাল শেষ ষোলোর ম্যাচে আয়াক্সের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে দলের হয়ে প্রথম গোলটি করেন বেনজেমা। এই গোলের মাধ্যমে লিগের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৬০টি গোল করার রেকর্ড ছুঁলেন ফরাসি এই তারকা। মোট ১১০ ম্যাচটি ম্যাচ খেলে ৬০ গোলে দেখা পান ফরাসি এই স্ট্রাইকার। যার মধ্যে শিরোপা জিতেছেন চারবার (২০১৪, ২০১৬. ২০১৭ ও ২০১৮ সাল)।

ইউরোপ সেরা এই প্রতিযোগিতায় বেনজেমার চেয়ে বেশি গোল করেছেন তিন ফুটবলার। তারা হলেন লিওনেল মেসি, রাউল গনসালেস এবং ক্রিস্তিয়ানো রোনালদো।

এই তালিকায় ১২১ গোল করে সবার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১০৬ করে দুই নম্বরে আছেন বার্সা তারকা লিওনেল মেসি। আর ৭১ গোল নিয়ে তিন নম্বরে আছেন নাইল গনসালেস।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এইচএ)