প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বসন্ত মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৯ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৭

ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে উৎযাপিত হয়েছে বসন্ত বরণ উৎসব ১৪২৫। বসন্তকে বরণ করতে বুধবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে আয়োজন করা হয় বসন্ত মেলার।

প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর, ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান।

মেলায় সর্বমোট ১২ টি স্টলে ১২ টি বিভাগ প্রতিনিধিত্ব করে।

প্রত্যেকটি স্টলেই বাংলাদেশের লোক সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়।

মেলা সকাল ১০ টায় শুরু হয়ে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলে।

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে জারি-সারি, মুর্শিদী, ভাওয়াইয়া ও পল্লীগীতি, নাটক, কবিতা ও বিভিন্ন রকম নৃত্য পরিবেশন করা হয়।

মেলায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :