স্টেইনের ৪ উইকেট, ১৯১ রানে অলআউট শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৯

প্রথম ইনিংসে ২৩৫ রান করেও ৪৪ রানের লিড পেল দক্ষিণ আফ্রিকা। সেটি সম্ভব হয়েছে ডেল স্টেইনের কল্যাণে। ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার। কাগিসো রাবাদা আর ভারনন ফিলেন্ডারের শিকার ২টি করে উইকেট। তাদের বোলিং তোপে ১৯১ রানেই গুটিয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা।

প্রোটিয়াদের অল্প রানে বেঁধে ফেলার পর ১ ‍উইকেটে ৪৯ রান তুলে তৃপ্তির হাসি নিয়ে ডারবান টেস্টের প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা। তবে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে লঙ্কানদের হাসি কেড়ে নেন স্টেইন-রাবাদারা। শুরুতেই ওশাদা ফার্ন্দান্দোকে (১৯) এলবির ফাঁদে ফেলেন স্টেইন। পরের ওভারে বল করতে এসে দিমুথ করুণারত্মেকে (৩০) তুলে নেন ফিলেন্ডার। তিনি টিকতে দেননি কুশাল মেন্ডিসকেও (১২)। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা।

দলীয় ৯০ রানে নিরোশান ডিকওয়েলাকে (৮) ফিরিয়ে শ্রীলঙ্কার বিপদ আরও বাড়িয়ে দেন অলিভার। ষষ্ঠ উইকেটে কুশল পেরেরা-ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় সফরকারি দল। কিন্তু এ জুটিতে ৪৩ রান যোগ হওয়ার পর রাবাদার বলে আউট হয়ে যান ধনাঞ্জয়া (২৩)। এরপর দ্রুতই বিদায় নেন সুরাঙ্গা লাকমল (৪)।

একপ্রান্ত আগলে রাখা কুশল মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৫২ রানে স্টেইনের শিকার হয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে ৬৩ বলে করেন ৫১ রান। এরপর অভিষিক্ত লাসিথ এম্বুলদেনিয়া (২৪) ও কাসুন রাজিথার(১২) কল্যাণে নিজেদের খাতায় আরও ৩৯ রান যোগ করে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৩৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৯১ (কুশল পেরেরা ৫১, দিমুথ করুণারত্নে ৩০, ধনাঞ্জয়া ডি সিলভা ২৩, লাসিথ এম্বুলদেনিয়া ২৪; স্টেইন ৪/৪৮, রাবাদা ২/৪৮, ফিলেন্ডার ২/৩২, অলিভার ১/৩৬)

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :