সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনে রোগীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ইনস্পেক্টর মিজানুর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আগুনের সূত্রপাত ঘটার পরপরেই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সোয়া ৭টার দিকে বিদ্যুৎ ফিরে আসে। হাসপাতাল থেকে অনেক রোগীকে বের করে নিচের ফাঁকা স্থানে নিয়ে আসা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, মাঠে ফাঁকা স্থানে আনা রোগীদের খোঁজ খবর নিচ্ছেন চিকিৎসকরা। আর অনেক রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান শরিফুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, হাসপাতালের নতুন ভবনে স্টোর রুম থেকে এ আগুনের সূত্রপাত হয়ে বলে এক কর্মচারী জানিয়েছেন। হাসপাতাল থেকে অনেক রোগীকে অন্য হাসপাতালে নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :