ঘুরে দাঁড়াতে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫০ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে শনিবার ভোর ৪টায় দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোনো ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ। ক্রাইস্টচার্চে জিতে ব্যর্থতার এ ইতিহাসটা বদলে দিতে চায় টাইগাররা। দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বৃহ্স্পতিবার জানান, জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

পাইলট বলেন, ‘আমরা ক্রাইস্টচার্চে পৌঁছেছি। আমরা সিরিজে ঘুরে দাঁড়াতে আত্মপ্রত্যয়ী। ম্যাচটা আমাদের জন্য ডু-অর-ডাই।’

প্রথম ম্যাচে কন্ডিশন বুঝতে না পারার সঙ্গে ভ্রমণক্লান্তিও বাংলাদেশের বাজে পারফরম্যান্সের একটা কারণ ছিল। সেটি উল্লেখ করে পাইলট বলেন, ‘আমাদের অধিকাংশ খেলোয়াড় ক্লান্ত ছিল। যেহেতু তারা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এখন আমাদের সবাই পর্যাপ্ত বিশ্রাম নিয়েছে এবং তরতাজা। কাজেই ভালো ফল পাব বলে আশা রাখি।’

পাইলট আরও বলেন, ‘মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আগামীকাল কঠোর অনুশীলন করবে বাংলাদেশ। অনুশীলন পর্বে কোনোকিছুতেই ছাড় দেব না আমরা।’

প্রথম ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যর্থ হয়। দ্বিতীয় ম্যাচে জয় পেতে চাইলে টপঅর্ডারের ভালো করতে হবে বলে মনে করছেন পাইলট। কিউই সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমি করে করি, মার্টিন গাপটিলের মতো ভালো ইনিংস খেলা প্রয়োজন আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানদের। প্রথম ম্যাচে আমরা যেটা দেখলাম, সাইফউদ্দিনও রান পেয়েছে। আমার মনে হয়, উইকেটে সেট হয়ে গেলে যেকোনো টপঅর্ডার ব্যাটসম্যান এখানে বড় ইনিংস খেলতে পারবে।’

উইকেটে থিতু হয়েও অবশ্য প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য সরকার। ২২ বলে ৩০ রান করে আউট হন তিনি। এমনটা যেন আর না হয় সেদিকে খেয়াল রাখতে বললেন পাইলট, ‘কোনো ব্যাটসম্যান একটা ভালো শুরুর পর তার ইনিংসটাকে বড় করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। সৌম্য শুরুটা ভালো করেছিল; কিন্তু তার ইনিংসটাকে বড় আকার দিতে পারেনি। আমাদের নিশ্চিত করতে হবে, এসবে পুনরাবৃত্তি যেন আর না হয়।’

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :