পাঁচ ব্যাংকারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দুদকের

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা তিন মামলায় পাঁচ ব্যাংকার ও দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয় বলে সংবাদমাধ্যমকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, স্থানীয় ঋণপত্রের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি না করে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করা হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আমানত স্টিলস ও রুবাইয়া ভেজিটেবলের হারুনুর রশিদ, রহমান স্টিলের মালিক তালুকদার আবদুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মৃণাল পাল, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পরিতোষ কুমার ধর ও মোহাম্মদ জাবেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ জহুরুল আলম এবং সাবেক প্রবেশনারি অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

তিনটি মামলার মধ্যে দুটি করেছেন দুদকের সহকারী পরিচালক জাহিদ কালাম। অপর মামলাটি করেন সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)