সোহরাওয়ার্দীতে আগুন: শিশু নিহত

কাজী রফিক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৬

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার ঘটনায় সাত মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম তরিকুল। সে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির বাবা তারা মিয়া মুন্সি ঢাকাটাইমসকে জানান, হাসপাতালে আগুন লাগার পর সবাই ছুটতে শুরু করে। হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় যে যার মত হাসপাতাল থেকে বের হয়ে যান। ঘটনার সময় ডাক্তার বা নার্স কাউকে দেখা যায়নি।

এ অবস্থায় তারাও তাড়াহুড়ো করে শিশুটিকে নিয়ে বের হয়ে গেলে তার মৃত্যু হয়।

তারা মিয়ার ভাষ্য, 'আমরাও তাড়াহুড়া কইরা অক্সিজেন খুইলা বাচ্চারে নিয়া বাইরে আসি। আইনা কেয়ার হাসপাতালে নেই। ঐখানে নিয়া অক্সিজেন লাগানোর পর আমার বাচ্চাডা মারা যায়।'

শিশুটির পরিবারের সদস্যরা জানান, শুক্রবার শরীয়তপুর থেকে চিকিৎসার জন্য তাকে এখানে ভর্তি করা হয়। শিশুটি ১১ নম্বর শিশু ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল।

একই ঘটনা বর্ণনা করেন শিশুটির মা ও স্বজনরা। মা সালমা বেগম জানান, অক্সিজেন কিভাবে খুলতে হবে আর কিভাবে লাগাতে হবে তা হাসপাতালের নার্সরা তাকে আগে শিখিয়েছিলেন।

শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে জানান কেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মো. আবদুল্লাহ খান । বলেন, “শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। আগুন লাগার পর অক্সিজেন মাস্ক খুলে তাকে আনা হয়েছিল। আমরা তাকে ডেড হিসেবে পেয়েছিলাম।”

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর ১৪ ইউনিটের চেষ্টায় রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

​​​​​​​যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :