পাঁচ ঘণ্টা পর চালু সোহরাওয়ার্দী হাসপাতাল

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগুন লাগার ঘটনায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ থাকার পাঁচ ঘণ্টা পর পুনরায় সেবা কার্যক্রম চালু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই বিষয় জানানো হয়। এই ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটিও করা হয়েছে। তবে পুরোপুরিভাবে কার্যক্রম চালু হতে আরো সময় লাগবে বলে জানানো হয়েছে।

হাসপাতালের পরিচালক উত্তম কুমার বলেন, ‘আগুন লাগার পর পরই হাসপাতাল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারি, পুলিশ, র‌্যাবসহ স্থানীয়দের সহায়তায় তাদেরকে সরিয়ে নেওয়া হয়। আধাঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ১১শ রোগীকে এখান থেকে অন্য সরকারি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আর আইসিউতে থাকা ১০জনকে ঢাকা মেডিকেল ও অন্য হাসপাতালে ভর্তি পাঠানো হয়। আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনই জানানো সম্ভব হচ্ছে না। সাত সদস্যের একটি তদন্ত কমিটি তিনদিনের মধ্যে আগুন লাগার কারণ জানাবে।’

ইমারজেন্সি চালু আছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘হাসপাতালের কার্যক্রম চলছে। তবে সেটা সীমিত আকারে। যে ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো চালু হতে সময় লাগবে।’

‘যারা অন্য হাসপাতালে ভর্তি হয়েছে বা অন্যত্র আছে তারা ইচ্ছে করলে হাসপাতালে আবার ভর্তি হতে পারবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তৃতীয় তলার শিশু ওয়ার্ড থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১২০০ রোগীকে বারান্দা ও খোলা মাঠে আশ্রয় দেয়া হয়। পরে হাসপাতাল ও বেসরকারি অ্যাম্বুলেন্সে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। অবশ্য আগুন লাগার পর থেকেই হাসপাতালের ভেতরে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/ এসএস/ ইএস