ঢাকায় ফাল্গুনী উদ্যোক্তা হাট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৮

তরুণ ও নবীন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম 'চাকরি খুঁজব না চাকরি দেব'-এর উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবার সম্ভার নিয়ে আই পে ফাল্গুনী উদ্যোক্তা হাটের আয়োজন করেছে।

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বের উউম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তেন ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ হাট চলবে।

উদ্যোক্তা হাটের আহ্বায়ক প্রমি নাহিদ বলেন, ‘এবারের হাটে প্রায় প্রায় ৫০ জন উদ্যোক্তা তাদের জামা, কাপড়, খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, ইন্টেরিয়র সামগ্রী, আইটি সেবা প্রদর্শন ও বিক্রি করবেন।’

গ্রুপের উদ্যোক্তাদের পণ্য ও সেবা সাধারণের মাঝে তুলে ধরার জন্য এই হাটের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা