নোয়াখালীতে ৪ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৪

নোয়াখালী প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা। শুক্রবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন, জেলার বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের ফকির আব্দুল মান্নানের ছেলে ফয়সাল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের রসুল আমিনের ছেলে জাকির হোসেন, রামপুর ৬নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে ওজি উল্যা এবং আবুল কালামের ছেলে সাহাব উদ্দিন।

জানা গেছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় র‌্যাব-১১, সিপিসি ৩ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল ভবভদ্রী গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ফয়সাল আমিনকে গ্রেপ্তার করে।

এছাড়া কোম্পানীগঞ্জ থানা পুলিশ বসুরহাট বাজার ও রামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে।
ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর