মানুষের প্রশ্ন, কেন দেশকে স্বাধীন করেছিলাম: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৯

বিএনপি নেতা মঈন খানের কাছে মানুষ প্রশ্ন ‘রাখে’ পাকিস্তান ভেঙে বাংলাদেশের স্বাধীনতার ‘যৌক্তিকতা’ নিয়ে। সে কথা তিনি নিজেই জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

মঈন খান বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ যার জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য। ১৯৭১ সালে লক্ষ মানুষ স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছিল। আজকে স্বাধীনতার ৪৭ বছর পর দেখছি সরকার আবারো গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে।’

‘এদেশের কোটি কোটি মানুষ প্রশ্ন করে, কেন কেনো আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। তাহলে তো পাকিস্তানের সঙ্গে আমাদের পার্থক্য রইল না।’

বিএনপি নেতা বলেন, ‘স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়। ক্ষমতার আশবাদে পাগল হয়ে, মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে, সন্ত্রাসের নির্বাচন দিয়ে আবারো তারা ক্ষমতায় এসেছে।’

বাংলাদেশে অলিখিত বাকশাল কায়েম হয়েছে বলেও মনে করেন এই বিএনপি নেতা। বলেন, সরকার গণতন্ত্রের রক্ষার ভান ধরেছে। মুখে মুখে গণতন্ত্রের কথা বলছে। কিন্তু গণতন্ত্রের লেবাস পরে, স্বৈরাচারী শাসন চালিয়ে যাচ্ছে।’

‘একটি স্বৈরাচারী সরকারের থেকেও গণতন্ত্রের ভানধারী সরকার আরো বেশি ক্ষতিকর। তাই এ বিষয়ে এদেশের মানুষকে সর্তক হতে হবে।’

বিএনপি নেতার দাবি, বহিঃবিশ্বের কোনো দেশই এখন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ বলে না। আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে ‘বহুদলীয় গণতন্ত্র’ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

আবার একটি ‘স্বাধীনতা যুদ্ধের’ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বলেন, ‘বিশ্ববাসী দেখেছেন রাজনীতিক সহিংসতার মধ্য দিয়ে কীভাবে কৌশলের নির্বাচন করে। আমরা বলতে চাই আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের গণ মানুষের অধিকার ফিরিয়ে দেন, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেন।’

‘এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পেয়েছে বলেই জেলে বন্দি করে রেখেছে। কারণ, তারা জানে, বেগম জিয়াকে মুক্তি দিলে তাদের ক্ষমতা ছাড়তে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌথুরী, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানও এ সময় বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :